আমি চাই না তোমার নষ্ট প্রেম
পবিত্র প্রেম দিও, যদি তুমি চাও
আমি চাই তোমার সুধা প্রেম
যাদি তুমি আমার প্রিয় হও!


আমি তাঁর বাঁধনে বাঁধা
যে পথ শুধু আলোয় সাদা
আমি কী সে পথ ভুলতে পারি
যে সকালের আলোয় দিয়েছে ভরি-
আমার নবীন নতুন হৃদয়ের গাঁও!


আমি তাঁর গৃহে বিরহে বন্ধি
যে পুবের আকাশে করায়
আলো আধারের সন্ধি
যে গন্ধ ছড়ায় ভোরের হাওয়ায়
যার পালে চলে জীবন নদীর নাও!


আমি শুধু তাঁর প্রেমে বেঁচে আছি
যে মোর হৃদয়ের খুব কাছাকাছি।
যেন তুমি বাঁধন হারা মুক্ত বনের পাখি
সকাল থেকে সাঁঝের মাঝে কত সখা-সখি;
কেন তুমি আমারে আঁধারের পথে ডেকে যাও!