কণ্ঠে আমার পরাবো মালা
তোমার দেওয়া ফুলে
তোমার আঁখি দেখে দেখে
আমাকেই যাবো ভুলে।


হঠাৎ করে পথের ধারে
তুমি আমার দেখা পেলে
লাজুক অঙ্গে সঙ্গে সঙ্গে
বকুল-ঢালা দেবে ফেলে
আমি তখন করতে আপন-
তোমায় দেবো সে ফুল তুলে।


যখন তুমি লাজুক হেসে
চলে যাবে আমায় ঘেঁষে
তখন আমি সুবাস নেবো
যে ফুল পরবে তোমার চুলে।


যখন তুমি পিছন ফিরে
একটু দেখে নেবে মোরে
তখন আমার বাঁধন হৃদয়
সুখের বানে যাবে খুলে।


সে দিন থেকে তোমার মনে
আসবো আমি ক্ষণে ক্ষণে
জানি জানি সেদিন থেকে তুমি-
আমায় রবে না আর ভুলে।


[২৬/০৫/১৮]