আমি সুখি হতে চেয়েছি; হতে পারিনি
আমি যেই পথে হেটেছি, শেষ হয়নি
আমি যে গান গেয়েছি তাতে ঘুম ভাঙেনি
কারো মন কাড়েনি কারো মন বসেনি!


সুখের সময়টা যেন পলকের মতো
দুখের বীণাটা মনে বাজে অবিরত
মন তবু ছুটে ধায় সুখ কোথা পাওয়া যায়
না না, তবুও একটু সুখ মেলেনি!


সুখ যেন মনে হয় বাতাসের মতো
কষ্ট যত বড় পাহাড় নয় বড় ততো
জীবনের সব যেন মানে না আমায়
তবু স্বপ্নরা বেঁচে আছে; কভু ভুলিনি!


[১০/০৫/১৮]