বিজয় তুমি রিক্ত মায়ের মুখের হাসি
তোমার জন্য নমাস ধরে রক্ত-জলে-
করেছে যুদ্ধ বীর- তোমার মায়া-বলে;
তোমার মুক্তিসেনা তাই তো ভালোবাসি।


তুমি স্বাধীন তাই আমি আনন্দে ভাসি
গর্ব করি আমি পতাকা তোমার তুলে
তোমার রত্ন তোমার স্নেহ থাকিনি ভুলে।
তুমি বাংলাদেশ আর আমি বাংলাভাষী!


তোমার সবুজ ভালোবাসায় আমায়-
ডাকে নাও কাছে; কত সুখ দাও তুমি!
কেন এত আদর, কী দিয়েছি তোমায়?
শুধুই জানি তুমি আমার জন্মভূমি।


আমাকে বরো তোমার বুকের রতনে
রেখো মোরে তোমার কোলে চির যতনে!