মরুর বুকে এলো রে চাঁদ
প্রিয় রাসুল মুহাম্মাদ;
বিশ্ব নবির আগমনে
ধরা পেলো স্বর্গ-স্বাদ!


ওই হাসলো উষা রাতের পরে
উঠলো রবি আমিনা মায়ের ঘরে
সে যে রাসুলে আহমাদ!


আঁধার ধরা পেলো আলো
শান্ত জলে ঢেউ উঠিলো
ভুবন করে সে উন্মাদ!


গাইলো মাটি গাইলো আকাশ
গাইলো পাখি গাইলো বাতাস
গাইলো সবে তাঁরই অর্থবাদ!


মহানবির কদম ধুলার পর;
জুলুম কাপলো থর থর-
শুনে এক-বরের শাহাদাত!


মলিন মুখে ফুটলো হাসি
উঠলো জেগে বিশ্ববাসী
পড়লো দুরুদ সকল জনপদ!