বৃষ্টি হোক না আজ
ইচ্ছে মনের মাঝ
করবো না আর কাজ
বাজ রে বাদল বাজ!


ভেজা বনে চলবো একা
হয় যদি হয় কারো দেখা
পথের মাঝে থমকে যাবো
একটু তারে দেখে নেবো
পাক, পায় যদি সে লাজ!


বনের ভেজা পাতার সনে
বলবো কথা গান গানে
ওই পাতাদের লাজ দেখে
ফুটবে হাসি আমার মুখে
নেবো ভেজা বনের সাজ!


আজ কী আর আছে বারণ
ভেজা বনে ফেলতে চরণ
চাই না আমি কোনো সখা
বন্ধু আমার হিজল শাখা;
আজ আমিই বনের রাজ!