আমি শুনবো না, শুনবো না কে কী মোরে বলে
আমি এই দেশ এই গ্রাম এই মাটির দলে।
যদি যাবো আমি দেশান্তরে
তবু আসবো আবার ফিরে ফিরে,
চলবো গাঁয়ের পথটি দিয়ে
হারানো মোর স্মৃতি নিয়ে,
আমি খেলবো আবার মাঠের ধুলায়
করবো স্নান নদীর জলে!


সময়ের স্রোতে আমি যাই যেথা যত দূর
মোর হৃদয়ে রবে তোমার কল্লোল সুর।
নদীর কূলে চাঁদের আলো, তারার বাতি
এই পুবের হাওয়া, ফুল ফোটা প্রকৃতি;
পারবো না, পারবো না ভুলে যেতে।
আমি আসবো ফিরে এই বসন্ত-বর্ষাকালে!


আমি মুগ্ধ হবো চেয়ে রবো দেখবো সবুজ বন
আমি বন্ধু হবো বুকে নেবো যারা মোর আপন।
ওই অস্ত-রবি ওই গোধূলির ছবি
ওই সন্ধ্যা আঁধার ওই বিজলি অভি
মোর মনে লেগে আছে প্রাণের মতন;
আমি এখনো হারিয়ে আছি ওই বেলি ফুলে!


[০৯/০৪/১৯]