চাঁদ উঠেছে ওই আকাশে
বন্ধু তোরা কই ..?
আজকে কিসের লেখা-পড়া
কিসেরই বা বই!
ঈদ হাওয়াতে দোলে পাড়া
খুশি সকল সই
মাগো, ‘আমি একা’ ঘরে বসে-
কেমনে বল রই!


অনাথ যারা তাদের পাশে
আমরা সবে যাই
হয় যত যাকাত ফিতরা
সবার আগে দেই
ওদের সাথে মোরাও হেসে
ঈদেরি গান গাই
প্রতিবেশী কে..? স্বজন ওরা
ওরা মোদের ভাই!


মায়ের দুহাত ধরে কষে-
নতুন জামা চাই?
আম্মু বলেন- নেরে তেরা
এবার ঈদে এই!
সবার কাছে গিয়েই হেসে
বড় সালাম দেই
আমায় কিছু দিলেই তারা
দুহাত পেতে নেই।


গাঁয়ে পরল ঈদের সাড়া
বইছে স্রত-নই
সবার চোখে স্বর্গ বাসে
আমি একা নই!
নামাজ পড়ি গা-গায় মিশে
আব্বু আমি ভাই
ধনী গরিব জোয়ান বুড়া
কোনো তফাত নাই।


আজ প্রেমে ভরা দেখে ধরা
আমি আবাক হই
যত- শত্রু-মিত্র অবশেষে
বুকে টেনে লই।
ঈদ যেন রয় বারো মাসে
সে করুণাই চাই ...
একই সুতোয় বিশ্ব গড়া
কেহই পর নাই ...!


[২১/০৮/১০]