সখি, যাবে আমার গাঁয়?
জল ছোঁয়া ঐ চাঁদের আলো
মাখবে তুমি গায়,
সবুজ বনের বুনো লতা
বাঁধবে তোমার পায়।
সখা, চলো আমার গাঁয়!


সরল পল্লিবালার সনে
যাবে তুমি ফুল-বনে,
ইচ্ছে মতো অচেনা ফুল-
পরবে ও খোঁপায়।
সখি, যাবে আমার গাঁয়?


আমার বনে পাখির সুরে
হারিয়ে যাবে কত দূরে,
সবার সাথে বলবে কথা
মন যত চায়।
সখা, যাবে আমার গাঁয়?


তপ্ত দুপুর রোদের ছলে
নামবে তুমি নদীর জলে,
তোমায় দেখে হেসে হেসে
পাল তুলবে মাঝি নায়।
সখি, চলো আমার গাঁয়!


[১৭/০৫/১২]