কোরানের ওই সুর কত যে মধুর
যে কোরানে ভরা ওগো হেদায়েতে-নুর।
কণ্ঠে আমার পরাও সেই কোরানের সুর
অন্তরে দাও গেঁথে ওই কোরানের নুর।


কোরানের আলোয় জীবন করো কোমল
ওই আলোতে দেখাও যে পথটি সরল
জীবন আমার পাপে কালো
দেখিয়ে ওই  নুরের আলো
সকল আঁধার করো দূর।


ওই কোরানে বলা সকল জীবন পথ চলা
ওই কোরনের সুরে মেটে বিস্বাদ জ্বালা
আমি যখনই ওই শুনি
পাক কোরানের ধ্বনি
মনে লাগে যে ফুর ফুর।


পূণ্য-সরল পথ দেখাতে পাঠালে ওই কোরান
তার আলোতে উঠলো হেসে আঁধার এ জাহান
ভোরের আলোর মতো আমার হৃদয়ে
ওই কোরানের নুর দাও না ভরিয়ে
আমার মনে গেঁথে দাও তোমার অসীম সুর।


[২৮/০৫/১৮]