বিশ্ব আজ করোনাময়, নিস্তব্ধ প্রান্তর
নির্বাক প্রকৃতি, মানুষ সব অসহায়!
কত দূরে প্রিয়জন, ব্যাকুল অন্তর,
আতঙ্ক দেশে-দেশে, প্রাণে-প্রাণে জাগে ভয়!


ধরণী আজ কি কঠিন, সাথী নেই পাশে
ঘরে নেই খাবার, নিরুপায় কর্মহীন।
অভাব, শুন্যতা; বেদনা স্বজনের লাশে,
সব থেকেও নিয়তির কাছে উপায়হীন!


ধরা কবে হবে শান্ত, ফিরে পাবে স্বরূপ?
আমরা কী পাবো কভু স্বাভাবিক জীবন?
নাকি সঙ্গী হবে এই মহামারি মরণ?
ঈশ্বর একা রবে, পৃথিবী হবে নিশ্চুপ!


১৫/০৪/২০