আজ পড়ছে তোমায় মনে
মাগো, পড়ছে তোমায় মনে
ব্যাকুল হয়ে খুঁজতে আমায়
যখন হারিয়ে যেতাম হিজল বনে!


খেলা শেষে সন্ধা হলে
ছোট্ট খোকা আসবে বলে
পথে থাকতে অপেক্ষায়;
ধোয়াতে আমায় বসিয়ে ঘাটের শানে!


রৌদ্র থেকে আসলে ফিরে
ছায়া দিতে আমায় ঘিরে
হাত বুলিয়ে তপ্ত মাথায়
বুঝিয়ে দিতে রোদে পোড়ার মানে!


হঠাৎ করে ডাকলে বাদল
ঝড়ের বেগে ভাঙতো আগল
থাকলে আমি ঘরের কোনায়
দিতে অভয় ছুটে যেতে আমার পানে!


পড়তে যখম মন হতো না
বলতে আমায় ‘লক্ষী সোনা’
কী হবে এ মিছে কান্নায়?
সকল সুখের আলো ভরা এই না জ্ঞানে!