আর কত হতে বলো আমাকে পাষাণ
আর কত দিতে হবে স্বজনের প্রাণ
আরও কত নিতে হবে রক্তের ঘ্রাণ!


আমার দেশের মাটি কেন তোমার খেলা-ভূমি
কেন আমার রক্তে ভেজাও আমার জন্মভূমি
আর কত অশ্রু বলো, কত চাও মায়ের প্রাণ!


আমার ঘুম কেড়ে নেয় তোমার গুলির শব্দ
আমার শিশুর স্বপ্নগুলোও তুমি করো স্তব্ধ
আমি চাই শুধু অধিকার; চাই না কোনো ত্রাণ!


কেন এত নির্যাতন কেন এত যুদ্ধ
কেন মাতৃভূমিতে ভাইয়ের ও লাশ
আমি কেন অবরুদ্ধ?
আর কত দিতে হবে আরব মায়ের সন্তান!


চাই না এই যুদ্ধ; চাই শান্তি মানবাধিকার
মুক্ত হোক জন্মভূমি মজলুম মানবতার
আমি চাই এই মহাযুদ্ধের চির অবসান!


[১৬/০৫/১৮]