আজ বসেছে মেলা- পল্লি আঙিনায়
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


আজ সেজেছে সব বোশেখ বরণী
সেজেছে প্রবীণ, তরুণ-তরুণী;
বাংলার সংস্কৃতি জমেছে বাংলায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


জীর্ণ বাঁধ ভেঙে আজ বইছে নন্দরদ
সেজেছে বাংলা ভূষণে বাংলার প্রতি পদ
হরষে হরষে বাংলা রবির উদয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


পেছনে ফেলে সব, এসেছে নবক্ষণ
ওগো মঙ্গলি, ওগো বাঙালি, করেনে শুভপণ!
ধাপিয়া চলো তুমি, মাপিয়া চলো এ ধরায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


ওরে নবীন, জাগ্রত কর-
সুপ্ত মনে- বৈশাখী ঝড়
তুলে ধর তুই তুলে ধর
বাংলার পরিচয়- বিশ্বময়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


আজ এই নতুন দিনে
ঘৃণ্যকে সব কর না ঘৃণে!
স্বপ্ন জাগাও নিভারুণে;
তুমি কেন অসহয়?
বিশ্ব যে আজ তপ্তময়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


বজ্র ধ্বনিতে- আকাশ সঞ্জাত
চৌচির মাটির সনে- সংঘাত
জয় করে নেবে নিশ্চয়
ওরে তোর কেন এত ভয়?
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


কাল বৈশাখী ঝড়- বাঁধন টুটিয়া
এসেছে নিতে সব- লুটিয়া
নবীন, তুমিও করো জয় করো সঞ্চয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


এসেছে বৈশাখ- ভেঙে পিঞ্জর
ছিড়ে ফেলো সব কালো জিঞ্জীর-
বাংলা সংস্কৃতি-প্রণয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


তরুণ, যেখানে তোমার প্রয়োজন
সেখানে রাখ সক্ত চরণ
উচল দ্বার করতে বরণ
নাই কোন ভয় নাই কোন বারণ!
নতুন দিনে জাগাও-
বিপুল প্রত্যয় নিপুণ প্রণয়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!