আজ তোমার হিজল বনে
অন্য পাখি গায়
কত অচেনা সে মাঝি দেখি
তোমার ঐ নায়!


আজ তোমার চোখে নতুন-
কত স্বপ্ন ভাসে
তোমার ভোরে পুবাল দোরে
অন্য রবি হাসে।


আজকে তোমার কণ্ঠে শুনি
অন্য কারো গান
তোমার বুকে কীসের সুখে-
ভরা অভিমান!


আজকে তোমার স্বপ্নে আঁকো
অন্য কারো ছবি
তোমার হৃদয় খুঁজে নিলে
অন্য কোনো কবি!


আজকে তোমার হাসি দেখে
এত খুশি লাগে
তোমার সুখে পাইনি কষ্ট
স্মৃতি অনুরাগে।


ভালোই আছো বন্ধু আমার
ভোলো থেকো তুমি
নেই অভিমান অভিযোগ
ভালো আছি আমি।


[০৫/০৮/১২]