ধরায় স্বর্গ স্নিগ্ধ বসন্ত
বর্ণিল সাজে আজ দিগন্ত
নন্দন স্বাদ চির অনন্ত,
বাংলার প্রাণ তাই ফুটন্ত।


তারুণ্যে দেশ, তপ্ত সীমান্ত!
ফুলের ঘ্রাণে অলি অশান্ত
কোকিল কণ্ঠ যেন অশ্রান্ত,
বাংলার প্রাণ আজ ফুটন্ত।


চঞ্চল রবে সুধা যুগন্ত
ভোরের বায়ু বয় অক্লান্ত
প্রকৃতি- প্রাণ পেয়ে জীবন্ত,
বাংলার রূপ বন ফুটন্ত।


তরুণ, তুমি হও সুশান্ত
সত্যের গান গাও অভ্রান্ত,
সংযোমী হও সব দুরন্ত
সঞ্চয় করো সুধা বসন্ত!


[১৮/০৩/০৯]