মাগো, অশ্রু কেন তোমার চোখে
কেন মেঘের আঁধার তোমার মুখে
বলো, কিসের তোমার ভয়?
তোমার খোলা মাঠে-বনে
শত্রুরা ফের আঘাত হানে
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!


তোমার ধন-রূপের মাঝে
দস্যিদের ওই শঙ্কা বাজে
তোমার বুকে হানতে আঘাত
শত্রুরা সব ধায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!


তোমার বনের পাতায় তোমার সাগর জলে
শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে
ওরা তোমার পায়ে শিকল দিতে চায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!


[১২/০৫/১৮]