ওরে ওরে পায়রা যাসনে উড়ে
আয় না আয় না আয় না ফিরে
ডাকছে পায়রি ডাকছে তোরে
আয় না আয় না আয় না নীড়ে!


দাড়িয়ে আছে ওই খোলা কেশে
আয়রে আয় তুই হাওয়ায় ভেসে
ওরে থাক না তুই ঐ তারই পাশে
যাস না তুই যাসনে দূরে!


ওরে ওরে ভ্রমর যাসনে ভুলে
কদিন মধু থাকবে ফুলে,
শুকাবে ও ঘ্রাণ সন্ধা হলো
বাস না ভালো বাস না তারে!


কেন দূরে থাকো এমন ক্ষণে
মানে না বাধা তার ওই মনে
মেলবে ডানা কার সনে
খোয়া যায় ও যৌবন তীক্ষ্ণধারে!
ওই ভ্রান্ত হৃদয় ফিরে অন্যদ্বারে!