কোন রহমে এঁকেছো প্রভু আকাশের নীল
কোন রহমে বহাও তুমি ভোরের অনিল!


শান্ত শীতল প্রভাত ক্ষণে
মন হারিয়ে যায় যে ঘ্রাণে
বলো তুমি বলো প্রভু, এ কোন করুনার মিল!


দূর্বা ঘাসে ঝরাও শিশির
কানন করো সবুজ শিবির
বলো তুমি বলো প্রভু, এ কোন সুধা-সলিল!


নদীর বুকে ঢেউয়ের দোলা
মেঘে মেঘে ছন্দ খেলা
বলো তুমি বলো প্রভু, এ কোন স্বর্গ-জামিল!


[০৬/০৭/০৯]