সাগরের তীরে বসে ভাবি যখন
ঢেউযের সাথে এসে বলছে স্বপন-
ভাবো কী মন একা ভাবো কী মন!


বলছে আমায় সাগর- ঢেউয়ের তালে
হারিয়ে যেতে ওই নীল জলে
আমি-ঢেউ-তীর যেন কত আপন!


সারি সারি ঢেউ যেন সুতোয় গাঁথা
যেন তারা বলছে মনের কথা
আমার মনে বাঁধে নিবিড় স্বপন।


সাগরের সুর ধ্বনি আমার কানে
লেগে যায় যেন সে আপন মনে
ভাবনা ছেড়ে তখন মাতে এই মন।


ভালো লাগে নীল জল চোরাবালি
ভালো লাগে সুর, সেই ঢেউগুলি
ভালো লাগে মন মাতানো দখিনা পবন।