ধর রে ওরে অস্ত্র ধর
কর রে যুদ্ধ আবার কর
মরলে ওরে যুদ্ধে মর
স্বাধীনতা রক্ষা কর!


চল রে তরুণ অগ্রে চল
দেখা রে তোর বুদ্ধি বল
দে রে মুছে চোখের জল
দেশের কথা বল রে বল!


মুক্তি দিতে অত্যাচার
গড় রে শিবির গড় রে গড়!


ভুলে যা তোর কল্প পুর
আন রে ছিনে রোদ্দুপুর
হাওয়ায় ভাসা যুদ্ধ সুর
দে রে পাড়ি হিমা চূঁড়!


চর রে চূঁড়ায় চর রে চর
উচ্চ বিশ্ব ধর রে ধর!


নবীন তোরা ফোট রে ফোট
দেখা তোদের তরুণ চোট
অত্যাচারীর কর রে নোট
ন্যায়ের পক্ষে দিস রে ভোট!


পড় রে তোরা পড় রে পড়
একাত্তরের মর্ম পড়!


অত্যাচারীর দেখ রে ধরণ
মায়ের রত্ন করছে হরণ;
করিসনে তুই ভয়কে বরণ
নগ্ন পথে চাল রে চরণ!


ধর রে শত্রু ধর রে ধর
কর রে ওদের ভূগত কর!


ভাব রে কিসে স্বাধীনতা
দে রে মায়ের পূর্ণতা;
দিয়ে দে তোর সব মমতা
করতে পূরণ শূন্যতা!


আন রে কেড়ে নন্দ ঝড়;
তরুণ সবাই সহদর!


[০২/১২/০৮]