তুমি আছো ওই ভোরের আকাশে
পাখির কণ্ঠে ও নির্মল বাতাসে
আছো তুমি ফুলের আতরে
যেন নিপুণ আদরে!
তুমি আছো অলির কোমল হরষে।


তুমি আছো ভেজা শিশির পাতায়
আছো প্রথম প্রভাতে,
তুমি আছো বসন্ত সবুজ শাখায়
আছো অরুণ আলোতে।
ও ঊষায় রবি হাসে, প্রভু, তোমার পরশে।


এই প্রকৃতির মতো করো শুদ্ধ মোরে
ওগো, প্রভু মহিয়ান!
এমন মধুর গন্ধগ্রহণ ভোরে
মোরে কল্যাণ ও পূণ্য করো দান;
প্রভু, এতটুকু দয়া ধরো তোমার আরশে!