সকল আঁধার টুটে যায়
টুটে না কুয়াশা
ফুরিয়ে যায় মহি সময়
ফুরায় না আশা!


পৃথিবীর সব ভরিলেও
ভরে না দু’চোখ
জীবনের সব ফুরালেও
ফুরায় না শোক!


চায় না মন সত্য বিচার
কৃত অবরাধে
কাঁদেও না হৃদয় আবার
আত্ম অপবাদে!


পরশ্রী যেন লাগে না ভালো
হতাশ বিলাপে
বলে বেড়ায় সে এলো মেলো
তৃপ্ত পরপাপে।


ছাড়ে না কভু মিথ্যা- জীবনে
শুধুই সে হাসে
মিথ্যাকে করতে জয়, মনে-
শত মিথ্যা চষে।