গাইবো গাইবো গাইবোই আমি সত্যের স্লোগান
ভয় করি নাকো সত্যের পথে যায় যদি এ প্রাণ!


দ্বারে দ্বারে পৌঁছে দেবো কোরানের বাণী
রবে না আর কারও মাঝে হিংসা, রাহাজানি
সবার মাঝে আসবে ফিরে সাম্যের একতান।


দেখো তুমি দ্বীনের রবি যাচ্ছে যে আজ ডুবে
জাগাও তারে নতুন করে ‘আল্লাহ মহান’ রবে
থেকো না কো নীরব তুমি নিয়ে অবসান!


রয়েছো তুমি চোখ ফিরিয়ে দ্বীন হারাবার কালে
মুখের কথায় হবে কী জয়; ওমর, খালিদ ভু্লে?
কোরানের কথা শুনলেই তুমি সপে দাও পরান!


এঁকে দাও তুমি ভাষণে, আসনে মাবুদের হুকুম
পদাঘাতে করে দাও লয় অবিচার, জুলুম
পণ করে নাও ‘করবো আমি সত্যের অভিযান’!


[০৭/০৭/০৯]