তুমি বাংলার মহা বীর!
তুমি দেশের তরে
দিয়েছো জীবন দেশের পরে
নোয়াওনি কভু শির,
তুমি স্বাধীনতা যুদ্ধে শ্রেষ্ঠ বীর!


মানোনি শত্রুর কোনো কিছু
তুমি ভীরু-পদে হাঁটোনি পিছু
নোয়াওনি কভু শির,
তুমি স্বাধীনতা যুদ্ধে সাহসী বীর!


তুমি চাওনি আরাম, ধনি-ক্ষুধা
চেয়েছো মাতৃভূমির স্বাধীন সুধা।
তুমি দেখেছো মৃত্যুর দ্বার
দেখেছো কত রক্তের ঝড়
তবু নোয়াওনি উঁচু শির,
তুমি অমর, তুমি শ্রেষ্ঠ বীর!


তুমি নেভালে নির্মম আগুনের দল
পার হলে শত বিপদের তল।
তুচ্ছ করেছো আনন্দ-বিশ্রাম
চেয়েছো এক স্বাধীন বাংলার নাম।
অবশেষে পেলে স্বপ্নের তীর
তাই, তুমি বাংলার চির উন্নত বীর!