হয়তো তুমি ভালো আছো,
ভুলে গেছো মোরে!
আমি তোমায় ভালোবাসি,
কেন থাকো দূরে?
তুমি কী আর আসবে না,
বসবে না মোরে পাশে?
আমার সাথে হাঁটবে না আর
শিশির ভেজা ঘাসে?


আজো তোমার স্বপ্ন জাগে
সূর্য হাসার আগে,
আজো আমার দিন শুরু হয়
তোমার অনুরাগে।
এত কিরণ করেছি বরণ
তোমার সাথে বসে,
ভোরের ফুলে, আকাশ নীলে
সে সব ছবি ভাসে।


তুমি দুপুর রোদে নূপুর বেঁধে
আসতে দীঘির পারে
সে থায় তোমার সঙ্গী হতাম,
যেতাম না আর ঘরে।
যত স্মৃতি, প্রণয়-প্রীতি
সবি আমার মনে আসে;
আমার হৃদয় কাঁদে ব্যাথায়,
তোমার নয়ন হাসে!


বিকেল বেলা, সন্ধ্যা নদী
তোমায় খুঁজে ফেরে;
সাঁঝের ছোঁয়ায় সূর্য বিদায়
আর হয় না মধুর করে।
আমিও তোমায় খুঁজি, পাবো বুঝি
ওই চাঁদ ও তারার দেশে,-
যেন আমার ঘরে চাঁদনী ভরে
বারে বারে এসে!