শুনি শুনি ওই আযানের ধ্বনি খোকা তুমি কই?
ওঠো শয্যা ছাড়ো ওযু করো
ভোরের আযান হচ্ছে ওই।


নামাজ শেষে ভোরে যেন ফেরো তুমি ঘরে
সবার আগে কোরান পড়ো মধুর সুরে
তার পরে করো অঙ্ক পড়ো অন্য বই।


যদি সকাল সন্ধা পারো মহান রবের নামটি স্মরো
তুমি যখন দুহাত তুলে ধরো এই দোয়াই করো-
প্রভু, আমি যেন ভালো মানুষ হই।


তোমার মোনে থাকুক গাঁথা প্রভুর ভয় সত্য কথা
হাসি রাখো মলিন মুখে ভুলে রও সব দুঃখ ব্যাথা
তুমি ভালো মানুষ হও; আমি যতই আঘাত সই।


[২৮/০৫/১৮]