বন্ধ করে চোখ বলো না বন্ধু
                                
বন্ধ করে চোখ বলো না বন্ধু
নিভে গেছে আলো,
নিভেনি আলো পর্দা তুলে দেখো
তোমারই আড়াল তোমাকে করেছে অন্ধ।
ফাঁক পেয়ে দু টাকা পকেটেতে তুলো
কোটি টাকার চোরকে শেইম শেইম বলো
চোর চোর শেইম শেইম বোকা খেলা খেলো,
পর নারী পর নর জিভে জল ফেলো
ঘর মনে জেলখানায় কেমনে তারে রাখো,
আঁধারের লাস্যময়ী বেশ্যা বেশ্যা বলো
চরিত্রের সতীচ্ছেদ শঠতাতে ঢাকো।
ধুয়ে গেলো জলে গেলো
গেলো গেলো সব গেলো
স্বার্থ লভিতে  চেতনাকে বেচো।
বন্ধ করে চোখ বলো না বন্ধু
নিভে গেছে আলো।


হাঁড়ি হাঁড়ি দুর্নীতি রোজ তুমি করো
খুললে মুখ তাকে ষড়যন্ত্র বলো,
মন মননে রোজ নোংরামি চাষ
পোশাকে সুশীল, সুবোধ, নিষ্পাপ
আলো ফেললেই তবে চোখে পর্দা করো,
ধরলে অন্ধের ভান পেয়ে যাও পার
মগজে লোভ পিশাচে পেশিতে কমান্ড
শেষতক বিনাশে চোখ যবে খুলো
ধ্বংসের চোরা বালি নাকে ডুবে গেছো,
এ বেলা বোধে রোধে না ফ্যাট ম্যান
প্রয়াণেও  স্মৃতি বয় ক্ষতে ক্ষত ক্ষরণ।
পুরুষ শুধু লিঙ্গে নয়, শিরদাঁড়ায়
সত্য সুন্দরে তারে সোজা করে তুলো,
বন্ধ করে চোখ বলো না বন্ধু
নিভে গেছে আলো,
নিভেনি আলো পর্দা তুলে দেখো
তোমারই আড়াল তোমাকে করেছে অন্ধ।