ভোগ বাড়ে পানাহারে
সে হউক পেটে কিংবা জননে।
কেউ খায় নাকে মুখে
খাদ্যকে অখাদ্য করে,
ভুলে যায় ওভারলেপে
পলেস্তেরাও খসে পড়ে,
বাড়ে শরীর, ফুলে ভূড়ি
অনাচার বাড়াবাড়ি
দেখো ওরা জীবন থাকতেও মরে!
আবার খায় না কেউ
কঙ্কালসার পড়ে থাকে যেন আহার ভুলে!
পায় না খাবার তাই ক্ষুধাও পায় না ওদের!