অন্তর মিলন অন্তরে রহিল
রহিল অন্তরালে,
মনরে, কে যেন দোয়ারে আসিয়া
ডাকিয়া ডাকিয়া
পা রাখিল ভুলো কোন পথে।
তাহার লাগি দুয়ার খুলি,
ভেজা পাপোষ নয়ন-বারি
ক্রোধের ধূলায় শ্রান্ত পদচিহ্ন
এখনো হাওয়ায় গন্ধ-পোড়া
ছায়াটা যেন ঠায় দাঁড়িয়ে
বাড়িয়ে রিক্ত পাণি।
ভুলো পথের ভুল ভাঙ্গিয়ে
ফিরবে না সে জানি,
কল্পনাতে অবহেলা
কল্পনাতে রাগ-অভিমান ঢালি,
ঐ ছায়ার হাতেই হাত রেখেছি
যে ছিল তার ছবি এঁকেছি
সে যে আমার কেবলই ছায়াসঙ্গী।