পথ চলেছে ভ্রান্ত পথে
আমার কী উপায়,
দোষী আমি দুষ্টরূপে
তাই আমার আবির্ভাব।


সাধু আমি
পেলাম না সাধ্বীর সন্ধান,
সাধু আমার বাহিরে
ভেতরটা বড় শয়তান।


পথ চলেছে ভ্রান্ত পথে
আমার কী উপায়,
দোষী আমি দুষ্টরূপে
তাই আমার আবির্ভাব।


নিরাকারে বিশ্বাসী আমি
সাদা-কালো-ঝাকালো রং মেখে
দৃষ্টি টেনে চৌম্বক আবেশে
বিশ্বাসটা দাঁড়া করাই আকারে!
সর্বত্রই তারই জমিন
তবু তারই আরতিতে
যেতে হয় মন্দির কাবা-ঘরে!
বিশ্বাসটাই আজ বড় অবিশ্বাস
বল আমার কী উপায়!
দোষী আমি, দুষ্টরূপে
তাই আমার আবির্ভাব।