সায়রে ভাসে শোষিতের দল
সলিলে সমাধি
অজ্ঞাত শত শত গণকবর,
ডুবে মানবতা_ পৈশাচিক ভোজন!
পুড়ে সখিনার চিকুর দীঘল
ওষ্ঠ, নয়ন, মগজ, স্তনযুগল
ভস্ম মানবতা, নিরন্তর ছাইয়ের ক্রন্দন।
ইট - সুরকির অট্টালিকায়
হার ক্ষয়, শুধু ঘাম মাখানো নয়
কত যে বাধিত জীবন
চাপা পড়ে দেয়াল ছাদের কোটরে
ছোপ ছোপ রক্ত প্রত্যহ মিশে কংক্রিটে।
চাষার ফলানো ফসল
লুট করে জমিদার লুটতরাজ,
শ্রম ঘাম ভালোবাসা প্রতি দানায়
আজও তুচ্ছ মূল্য
প্রাণ যায় কৃষকের নীরব হত্যায়
নির্বিঘ্ন বড়লাট রাষ্ট্রকর্তা
করে গোগ্রাসে আহার।
শ্রমিক সময়ের রূপান্তর
কেবলই শাব্দিক
কর্মে দাসত্ব,
শৃঙ্খল পড়াতেই এতো ভার্সন
পোষিত সংঘ,
আজও খনিতে খুন অহরহ
নিশ্চুপ, পরিবেশ নারকীয়
হেনতেন সাত সতের, কর্মঘণ্টা আঠারো!
শক্তির নিত্যতা, অবাধ্য ডিএনএ
বংশানুক্রমে বয়ে যায় অনাচার হাতিয়ার,
এমন কুৎসিত অভিশাপ
প্রকৃতি, কেন করো লালন
এ কেমন তোমার সৌন্দর্য!?