ভাবতে বসে দীপন
চারিদিকে এতো নিভে যাওয়ার আয়োজন!_
এতো বিভেদ-প্রভেদ, এতো অনাচার
একই ইউনিফর্মে অন্য কারো বাস!
আসুক তবে ঐ নেকড়ের দল
দেখবো তখন পেটুক তোরা কোথা যাস!
আবার ভাবে,
ওদের তাতে কিইবা আসে যাবে
পেটুকেরা তো সদাই নিরাপদে,
বদলের হাওয়ায় পড়বে ওরা নেকড়ে আভরণ।


ভাবতে বসে সুরঞ্জন
চারিদিকে এতো বিনষ্টের আয়োজন!_
এতো ধ্বংস-পাষাণ, এতো যুদ্ধ
হিংসের দাবানল, এক বসুধায় একই বাতাসে
শ্বাস নেব কি নেব না, মরব কি মরব না
বুলেট নির্ণায়ক; কাঁটাতার আস্ফালন!
আসুক না তবে নেমে
ভিনগ্রহবাসী ইলেক্ট্রিক রশ্মি অস্ত্র হাতে,
দেখব তখন যাও গো কোথায়
না ভুলে বিভেদ এ অখণ্ড মানচিত্রে!
আবার ভাবে
ওদের তাতে কিইবা আসে যাবে
চেহারাটা পাল্টে নেবে ইলেক্ট্রন কিংবা প্রোটনে!


ভাবতে ভাবতেই ভাবে
ভেবে কী আর হবে
ভাবনা গুলোই মুণ্ডু হারায়
চাপাতি রামদাতে।