জীবনে কত শত নারীমুখ আমি দেখেছি
কিছু কিছু খুব কাছ থেকেও
এদের মধ্যে কারো কারো চোখে চোখ রেখে
অবলিলায় বলেছি ভালবাসি
কেউ কেই আমাকেও।
আমার চেনা যত নারীমুখ আছে
যাদের স্পর্শ আমার গায়ে লেগে আছে
তাদের মধ্যে এমন একজন মহীয়সীকে আমি চিনি
যাকে একবারও বলিনি ভালবাসি
যিনি আমাকেও না।
অথচ তার আচঁলের গন্ধ লেপ্টে আছে
আমার প্রতিটি শিরা-উপশিরা, স্পন্দনে, নিঃশ্বাসে
তিনি আমার মমতাময়ী মা, আমার আম্মা
আমি ভালবাসি মমতাময়ীর মুখখানি
আমি ভালবাসি আমার মায়ের আচঁলকানি।