আমি জানি খুব চিনি, তুমি না আমার, না আমি তুমার
মিথ্যে প্রেমের খেলায় হয়েছিলাম দুজন-দুজনার।
তোমর প্রেমে ছিল অশুদ্ধ দুর্বল ভালবাসা,
আমার মনে ছিল নিরর্থক কিছু স্বপ্ন আশা।
আমি ছিলাম প্রেমের পুজারী, তোমার প্রেম ছিল আনাড়ী
তোমার মনেও কি বাজে আমায় না পাওয়ার আহাজারী?


মিথ্যে প্রেমের খেলায় হয়তো হারিয়ে দিয়েছো আমায়
নয়তো তুমি গিয়েছো হেরে নিজের অজানায়।
আমি জানি খুব চিনি, তুমি সাবিত্রী নাকি রজকিনি
এখন আমি একলা ঘরে নিদ্রাচরে দুঃখ বেচিকিনি।