আমি হারিয়েছিলাম নিজেকে
ভুলে গিয়েছিলাম আমার অস্তিত্ব
সন্ধার নিরবতা আমায় আলিঙ্গন করেছিল
চারদিক যেন জনমানবশূন্য
আমার সারা গাঁয়ে লেপ্টেছিল পৌষের শীত
থমকে গিয়েছিলাম বৈদ্যুতিক শক খাওয়া মানুষের মত
ইচ্ছে হচ্ছিল নিজেকে আরও থমকে রাখি
পাথরের মূর্তি হয়ে বেঁছে থাকি
এ যেন এক অন্য অনুভূতি,
চাঞ্চল্যকর মুহূর্ত!
এখন আমার চোখ বন্ধ করতেই শুধু দেখি
তোমার ওষ্ঠাধরে আমার ঠোটজোড়া!