এতোটাই ভাবলেশহীন হয়ে গেছি ইদানিং
নিজেকে দেখে নিজেই আঁতকে উঠছি।
আমি কি ইঞ্জিন চালিত কোন যন্ত্র নাকি রোবটিক্স কিছু,
প্রত্যহ অফিস করছি, জোড় করে নতুন কিছু পড়ার চেষ্টাও করছি,
বন্ধুদের সাথে এখন আর তেমন আগের মত আড্ডাও দিচ্ছিনা।
বর্তমান ভুলে অনিশ্চিত এক কল্পনায় ডু্বে থাকছি,
মাঝে মাঝে সিগারেটেও দু-এক টান দিচ্ছি।
চারপাশে এতো মানুষের কষ্ট, কতো হাহাকার
এতো মৃত্যু, আর্তনাদের মাঝেও আমি বড়ই নির্বিকার।
আট বৎসরের কিশোরী ধর্ষণ, বরগুনায় কুপিয়ে যুবক হত্যা
ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, মেসি তিন মাসের জন্য নিষদ্ধ!
এসবের কিছুই যেন আমায় ছুঁতে পারছে না।
গলা-কাটা শিশুর লাশ, ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে মায়ের মৃত্যু।
এসব আমার কাছে পত্রিকার নিছক খবর
আর ফেইসবুকের ভাইরাল কন্টেন্ট ছাড়া কিছুই না।
এতোটা ভাবলেশহীন আর অনুভূতিহীন নিজেকে দেখে আঁতকে উঠছি।
বর্তমান ভুলে কল্পনার সাগরে ভেসে একলা আমি কাতরাচ্ছি।
আমার মতো কেউ কি আছেন?
অল্পবিস্তর অনুভূতিহীন, কাতর আর নির্বিকার!
নাকি সকলেই খুব স্বাভাবিক আর ভালো আছেন?