ওরে লুব্ধক , জাগ্রত কুকুর আমার , চিরকাল মুখের
দিকে তাকিয়ে বসে আছিস-
রোহিনী ,  শীত তো চলে গেছে , বসন্তে এল ফুল
চিরকাল আমার কাছে তুই অপেক্ষা করিস !
চিরকাল কেন যে এইভাবে তোদের মাঝখানে
ঝুলে আছি -মনে হয় পোশাক -আসাক পরি
কাকে মারার জন্য তুলেছিলাম তীর , ভুলে গেছি-
রোহিনী এক জীবনে যে তোমার সঙ্গে শুয়েছিলাম
হ্যা , মনে পড়ে তোমার বাবার ডাক শুনে তুমি পালিয়ে
গিয়েছিলে-আর কোনদিন তুমি আমার দিক থেকে
চোখ ফেরাতে পারবে না, যে বিষ আমরা খেয়েছিলাম
হৃদয়ে আজ তার বাসা-আমাদের দূরত্ব
কোটি আলোকবর্ষ-শূন্যতা , কোমর থেকে ঝুলছে
লিঙ্গ ও তরবারি-লুব্ধক , শূন্যে এসেছি
কুকুর আমার-পায়ের কাছে কেন , যদি ঝরে পড়ি ?
ভয় নাই , আমরা ঝুলে আছি যে যার টানে
ফুল নাই নির্যাস তার
আমরা নতুন ভাষা তৈরি করে নেব
গল্প বলে যাব শিকারের , ভালবাসার
কল্পান পূর্ন হবে অচরিতার্থ গানে