বিস্মৃতি যখন বুকে আসে , তোমাকে কুড়াই দুর্বা ঘাসে  ।
তোমাকে কুড়াই সিড়ি , গাড়িবারান্দায় , চিলেকোঠা
তোমাকে কিশোর কাল থেকে টেনে আনি যৌবনতলায়
তোমার উল্কি আঁকা কাগজের নৌকা ভেসে যায়  !
ভালবাসা এসেছিলে একা একা অন্ধের কৃপাণে ।
ধার ছিল মাথামুণ্ডু কখন নীরবে কেটে গেছে ।
কলমী লতায় তার শ্বত রক্তকণিকার দাগ
সাঁতার শেখার কালে অকস্মাৎ চোখে পড়ে গেল ।