বটগাছের ছায়াঘেরা পাদদেশে বসে,বৈরি বাতাসের ছোঁয়ায় ছোঁয়ায়,বিশুদ্ধ নিঃশ্বাসে বাঁচার বিশ্বাসে;উদাসীন মন নীরবে কাতরায়।


হৃদয়ে মেঘাচল যন্ত্রনার রৌদ্রে পুড়ে,অনাবৃষ্টিতে বুক পুকুর শুধু হাহাকারে;
দহনের পূর্ণতায় জলহীন চোখ জ্বলে।


মনের গহীনে উতগত বোনা স্বপ্নজাল
তুলার কোমল সাদা আশের মত উড়ে
ভুলে গেছি হাসি আনন্দ বহুক্ষণ আগে।


বিবর্ণ অতীত বর্তমান মুখোমুখি সমর,
বিস্মৃতির  কষাঘাতে  বুকে রক্তক্ষরণ
জীবনের দায় বেঁচে আছি ভংকর সুখে।


ভালোবাসার দায়ে কষ্টের খেলায়।
আজ জীবন আর মৃত্যুর মধ্যভাগে
কষ্টের রঙে জমেছে বিরহ উৎসব।