আচমকা ধেয়ে আসা জলস্রোতে ভেসে যাই
বাধহীন বিস্তীর্ণ লবনাক্ত জলরাশির
উত্তাল ঢেউ ঢেউ খেলায় বারবার হেরে যাই


পূর্ব পশ্চিম সুদূর সীমায় দ্বিমুখী বোধহীন জলোচ্ছ্বাসে অহরহ ডুবে যাই
চৈত্রের খরতাপে জল নিষ্কাশনের পথেই
আবার শুকিয়ে যাই


ফিরে দেখা আগ্রাসি মনোভাবে বিস্ময়বিমূঢ়!  


ক্রমশ দক্ষিণা প্রবল বায়ুপ্রবাহে ফুঁসে উঠা
জল স্থলভাগে আছড়ে পড়ে
কোমল জলের মাদকাপূর্ণ চু্ম্বনে শীতল,
অবশ হয়ে বর্নাট্য জীবন ভুলে যাই
তবুও
অবিরাম ধারায় পতনশীল জলরাশির অপেক্ষা!


#বইঃ রঙ বেরঙের বিরহ।