রঙ বেরঙের বিরহ

রঙ বেরঙের বিরহ
কবি
প্রকাশনী ঘাসফুল
সম্পাদক মাহদী আনাম
প্রচ্ছদ শিল্পী লিমন মেহেদী
স্বত্ব মনি হাওলাদার ও আরিফুল ইসলাম
উৎসর্গ মা বাবা
প্রথম প্রকাশ অগাস্ট ২০১৮
বিক্রয় মূল্য ১৭০ টাকা

ভূমিকা

বেপথিক ব্যথাতুরতায় কষ্টের ছাঁইমেঘ জমে হৃদাকাশে।বাতাসে উড়ায় বিরহ। সুখ স্বপ্নিল হলেও বেদনার রঙ নীল। দুঃখের আভরণ গোধূলিবর্ণ হলুদ সন্ধ্যা পোড়ামন। হরেক রকমের কষ্টেসৃষ্টেই বিরহের শিল্পায়ন।বিরহ অপেক্ষারত প্রতীক্ষার শেষ আশ্রয়। তাতে কেউ পুড়ে পুড়ে খাঁটি হয় কেউবা ক্ষয়ে যায়। প্রতিটি হৃদয়েই ক্ষত আছে যার বিরহে প্রতিনিয়ত ক্ষরণ হয়। কবি মিজান হাওলাদার এর "রঙ বেরঙের বিরহ' তার ব্যতিক্রম কিছু নয়। তবে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ। কবিতার শরীর জুড়ে কষ্টের বসবাস হলেও শব্দচয়নের প্রাচুর্যপূর্ণতা ও কাব্যিক উপস্থাপনে রঙ বেরঙের কষ্টের স্পষ্টতা পাওয়া যায়। সে আপাদমস্তক কবি, তার বাক্যগঠনগত শৈলী আগামীর সম্ভাবনা জাগ্রত করে আশাতীতরকম। বাকিটা পাঠকমূল্যায়নের উপর ছেড়ে দিলাম।
কবিতাগ্রন্থটির পাঠকপ্রিয়তার ব্যাপকতর প্রত্যাশা রেখে আপাতত প্রচারণার সাবলীলতা আশা রাখি।
শুভকামনা রঙ বেরঙের বিরহ।
পাঠক হৃদয় ছুঁয়ে যাক তোমার মূর্ছনা ও পদচারণায়।

-রাশেদ রেহমান
সভাপতি -বঙ্গভূমি।
সম্পাদক- ক্যাপটেন।

কবিতা

এখানে রঙ বেরঙের বিরহ বইয়ের ২৩টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
শিরোনাম
মন্তব্য