অলক্ষ্য প্রভাব আমায় ছুঁয়ে যাচ্ছে -
নেপথ্য কারণ অনুসন্ধানে কেউ নেই,
আর কেউ নেই পাশে;উদবিগ্ন...


ভাগ্যচক্রে আলোকহীন পৃথিবীর বুকে গভীরভাবে অভিনিবিষ্ট
মাথার উপরের ভ্রাম্যমান রক্তিম সূর্য গিলে ফেলেছে রাক্ষুসেন্দ্র


পর্যবেক্ষকের দক্ষতায় অতীতের আলোকরশ্মি এখন সম্পূর্ণ আড়াল
চাঁদের অন্ধকার পিঠও পৃথিবীর দিকে নেমে এসে অমাবস্যা
অদৃষ্টের কল্পিত শুভাশুভ নির্ণয়ে এখন নৈঃশব্দ অন্ধকারের বুকে অনুমানসাপেক্ষে একটু আলো খুঁজি


যদিও তা অদৃশ্য করতে এখনো ব্যস্ত..