এখনো সেই বয়ো-বৃদ্ধ নদীর স্রোতের টানে—
আমি প্রাতঃকালের সদ্যোজাত সূর্যের উষ্ণ চিহ্ন
নিয়ে ছুটে—
___জলের উপর প্রশ্নের পর প্রশ্ন ছুড়ি,
___বরফ শীতল শ্রুতিমধুর কথা বলি;
তীরের বুকে তরঙ্গমালার সহ্যাতীত আঘাত দেখি_


তবুও নিরুত্তর নদী!


সীমাহীন ঢেউয়ে ঢেউয়ে —
যেনো আমার অতীত মাড়িয়ে যাওয়া কিছু ব্যথার ভয়াল সুরে সুরে—
তীরের বুক থেকে শুধু ভাঙনের শব্দ ভেসে আসে।
সে সুর থেমে থেমে যা আসে, তা আমার বুকের অভ্যন্তরভাগে জমে—
চেনাজানা ব্যথা বলে, আমায় আরও কাছে টানে।


ফেনাময় জলের বিছানায় জীবনের তাল লয় ছন্দ খুঁজে—সফেদ কাগজের বুকে আমার বর্তমান ভাবনা লিখি।
অথচ,কলম জানান দেয় অতীতের খণ্ড স্মৃতি।


অতঃ-পর, আমি ভাবনার ডুব সাগরে সাঁতার কেটে, অদৃশ্যের ওপারে গিয়ে ;আমার অতীত আর বর্তমান কষ্টের মল্লযুদ্ধ উপভোগ করি।