অস্থিরতার ডানায় ভাসে, যে প্রাচীন ভাবনা,
তা অনিশ্চিত প্রেম, বুক পাজরে রঙ ছড়ায়।
যা-র প্রেমের মালায় অঙ্গশোভা, ব্যর্থ নমুনা।
তা ভিতর, ভিতরে অন্তর মহল হয় মরণাপন্ন  


যে সৌন্দর্যময় সত্ত্বায়, ছিলো সুখের পরশ।
কবি মৃত স্মৃতির উৎসবে, হারিয়েছে তা-ও।
যা ফিরে আসে, ফিরে হারিয়ে যায়, দেখি
সম্ভাবনা, অস্থিরতায়, তা গোপন রহস্যময়।


এখন নিভুনিভু আসা, জীবন প্রদীপে অন্ধকার  ভয়ডর যদিও সৃষ্টি হয়,তা যে দূত সমবেদনার।
আসা যাওয়ার বাঁকে, ফেলে আসা স্মৃতিকথা
অশ্রুভরা চোখ ছেড়ে, শূন্য মনে নিরন্তর উড়ে


তবু ভাবনার মাঝে আমি খুঁজে-ফেরি সুন্দরতা
তা নিঃশ্বাস -বিশ্বাসের যুদ্ধে বারবার নিম খুন।