লাস্যময়ী প্রেমিকার বুকের গচ্ছিত ঘৃণায়,
এখন দূরত্বের হাত ধরে চলে প্রেম ও প্রেমিক।
শীতল মাটি থেকে জাজ্বল্যমান তারার মতো দূরত্ব; ততটুকু চূড়ান্ত গন্তব্যে যেতে বাকি--


অসমাপ্ত পথে ভাজ করা; কথার ভাজে ভরসায়, উদ্দেশ্যহীন ঝিমঝিম পাঁয়ে;
হেঁটেহেঁটে তাঁরা এখন  মৃত্যুর সরল রেখায়।


তবুও স্বপ্ন,অনুভূতির বাঁকে কথার কথা হয়ে,
প্রেম যদি পথ হারায়;
সে বিষণ্ন পথেই প্রেমিক জল পরীর ডানায় ভর করা একগুচ্ছ বিশ্বাস নিয়ে বুক সরোবরে নীলোৎপল রঙ ছড়ায়।


যদিও প্রাঃতকালে জলবিন্দুর পুঞ্জ ধোয়া
আর দূর্বাঘাসের স্পষ্ট সঙ্গম দেখে;
চুম্বকীয় রশ্মির আত্মরতিতে ভাসে
যে বায়বীয় রূপ।
এতটুকু প্রেম ও প্রেমিক ব্যবধান ভেবে।
আদিত্য সূর্যের কাছে রপ্ত করা-
অন্ধকার হারিয়ে বেঁচে থাকার কৌশল ভুলে-
তাঁরা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীন।