অধীরচিত্ত শূন্যতা ভেদ করে পূর্ণতা খুঁজেপেতে,
হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে শিহরিত
অনুরাগের মোহাবিষ্ট মধুর উড়ন্ত চুম্বন।
আঁধার খেঁকো জ্যোৎস্নার মত সুন্দর কোন এক রমণীর গভীর প্রেমে চায় ললাটস্থল।
চায় সৌন্দর্য প্রকৃত প্রেমিকার কোমল বিশ্বাসী গোলাপি ওষ্ঠ অধরের দুই প্রান্ত।
চায় কোন এক মাধকতাপূর্ণ সৌন্দর্য মাণ্ডিত প্রিয়তমার কাঁপা কাঁপা ঠোঁটের গভীরে নীরব কথা বলতে।
প্রেমানন্দ না পাওয়া বিরহিনীর কষ্ট কষ্টে ক্ষয়ে যাওয়া অন্তরপথে দিতে চায় প্রশান্তির পরশ।
কবির চুম্বন নিঃশ্বাস, বিশ্বাসের শিহরণে উত্তেজিত হয়ে;চায় এখন বয়ঃকনিষ্ঠের প্রতি স্নেহভরে সম্ভাষণ।
কিন্তু- ব্যর্থতার সমীরণে পথভ্রষ্ট হয়ে উড়তে উড়তে আহত পাখির পাখার মতো ডানা ঝাপটায় চুম্বন!
তবুও,শেষতক স্বপ্নশিহরণে স্বজন বান্ধবের চায় মায়াবী উষ্ম স্থান।