পৃথিবীর পথ ধরে নিভে গেছে আলোর প্রতিচ্ছায়া
ঘুমন্ত ধরণী মনে হয় জেগে উঠবে হঠাৎ
মৃত্যুর আহবানে
আগুন জ্বলবে সীমান্তের আকাশে দুর্বার হয়ে।
প্রশ্নের সম্মুখীন হবে বিদ্রোহী কাফেলা
জীবন্ত পুঁতে দেওয়া হবে আলোকস্পর্শী মানবগুলোকে।
ভোরের আকাশে উদিত হবে রক্তময়ী সূর্য
চোখ মেলে তাকিয়ে থাকবে বীভৎস লাশ।
ঘাতকেরা হেঁটে যাবে বিজয় এবং
সিংহাসনের পথ ধরে।
প্রতিষ্ঠা করবে আবারও জালিম,মজুতদারের রাজ্য
'আলোর আহবান ' মিলিয়ে যাবে প্রভূর সত্য সিজদায়।
নিঝুম রাতের তারাগুলো থমকে দাঁড়াবে হঠাৎ
সিংহদুয়ারগুলো বন্ধ হবে নিঃশ্বব্দে।
আর আমাদের হৃৎপিণ্ড আবারো বন্দি হবে
পরাধীনতার শৃংখলে।