চুপ থাকতে থাকতে একদিন
গুর্জরী গানের মতো
নাসত্যের কাছেই হারবো।
কে বলে খামোশ থাকো,খামোশ থাকব কেন
পাপের সন্ধ্যা বইছে আজি ভয়াল রূপে যেন।
একজনকে বাঁচিয়ে,মারছি হাজার হাজার
নধর-শক্তি আছে,আমাদের মহারাজার।
একটি পাপকে ঢেকে দেওয়া হয় সহস্র পাপে।
যদিও সূর্যোদয় দেখি,
তবুও মনে রাখতে পারিনা।
ভিক্ষুক সেজে গেছি সবাই;আর দেরী নেই,
দক হয়ে জ্বলার অপেক্ষা করো।
হাতপাখা ছিঁড়ে নেমে এসেছে
শরদিন্দু আকাশে।
আমাদের চারপাশে কেউ প্রচন্ড জোরে হাসছে।
নাকি ঐ মানুষগুলো;
একেকজনকে গ্রাস করে ফেলছে।
অনুদ্ধত রেওয়ায়েত নামছে
তাকবির দিতে দিতে;
আর আমরা বারবার ফিরিয়ে দিচ্ছি
শানদ্রো প্রক্ষেপণ।