বিপ্লব কখনো থেমে থাকেনা
তোমাদের হুংকারে
কোটি মানুষের আর্তনাদ
আজো আছে অন্তরে।
নব প্রজন্মের রক্তে আছে
প্রতিশোধময় পণ
ধূলোয় মিশবে হাওয়ার সাথে
ক্ষণিকের সব ধন।
আমার রাজ্যে আমি রাজা
পরকালে হবেই সাজা।
সাবধান হও জালিম সকল
সাবধান হও আজ
বিপ্লবী আজ জেগে উঠেছে
ধরাবে আগুন রাজ।
মুখোশধারী শয়তান সব
লোপাট করেই শান্তি
বিদ্রোহের ঐ শত পথ হেটে
লাগবেনা কোনো ক্লান্তি।